জাতীয় দলের অনুশীলন আজ থেকে শুরু

নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার থেকে জাতীয় ফুটবল দলের অনুশীলন মাঠে গড়াচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রথম দিন অনুশীলন করাবেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ৩১ সদস্যের দলে জেমি ডে একমাত্র জামাল ভূঁইয়াকে ছাড়া সবাইকেই অনুশীলনে পাচ্ছেন। বর্তমানে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলায় দলের সাথে যোগ দিতে পারেননি। তবে ১৮ মার্চ থেকে তাকে পাওয়া যাবে।

১৩ মার্চ বিকেলে ছিল জাতীয় দলের রিপোর্টিং ডে। সেদিন সবাই হোটেল এশিয়ায় উঠেছিলেন। কিন্তু সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ১৪ মার্চ তারা উঠেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানেই দলের খেলোয়াড়রা জিম আর সুইমিং করে সময় কাটিয়েছেন। তবে আজ থেকে পুরোপুরি জাতীয় দলের অনুশীলন শুরু হচ্ছে।

আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ, কিরগিজস্তান ও স্বাগতিক নেপালের অলিম্পিক দল অংশ নেবে। শুরুতে দলগুলো একে অপরের সাথে লড়াই করবে। এর পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মোকাবিলা করবে।

বাংলাদেশ জাতীয় দল ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে ১৮ মার্চ নেপাল যাবে। তার আগ পর্যন্ত হোটেল হোটেল ইন্টারকন্টিনেন্টালেই থাকবেন খেলোয়াড়, কোচ-কর্মকর্তারা। এদিকে ফের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent