বার্সাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পিএসজি

প্রথম লেগে ৪-১ গোলে বিধ্বস্ত হবার পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগে বার্সেলোনার ফিরে আসাটা অনেকটা অকল্পনীয় ছিল। নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে তাই পিএসজি ১-১ গোলে ড্র করলেও বার্সেলোনাকে বিদায় করে দিয়ে কোন অঘটন হতে দেয়নি। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে দাপটের সাথেই প্যারিসের চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

লিওনেল মেসি বুধবার রাতের ম্যাচে পেনাল্টির সুযোগ নষ্ট করেছেন। তবে ৩৭ মিনিটে ৩০ মিটার দূরত্ব থেকে মেসির শক্তিশালী এক গোলে সমতা ফিরিয়েছিল বার্সা।

আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে ৩০ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। আঁতোয়ান গ্রীজম্যানের আদায় করা পেনাল্টি থেকে প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টির সুযোগ পেলেও তার থেকে দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন মেসি।

এরপর বার্সেলোনা অনেক চেস্টা করেও সফল হতে পারেনি। চার বছর আগে এই প্রতিপক্ষের বিপক্ষেই প্রথম লেগে ৪-০ গোলে পরাজিত হবার পর দ্বিতীয় লেগে ৬-১ গোলে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছিল কাতালান জায়ান্টরা।

২০০৭ সালের পর এই প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালের আগেই বার্সেলোনা বিদায় নিল। আগেরদিন জুভেন্টাসও পোর্তোর কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। যে কারণে মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কেউই ২০০৫ সালের পর প্রথমবারের মত শেষ আটে খেলতে পারলেন না।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent