নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে ১-৬ মার্চ বাফুফে ভবনে নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স ২০২১ (গ্রুপ ‘বি’) অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সে ৮৫ জন নতুন রেফারি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

আজ শনিবার সমাপনী অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, এ কোর্সের মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চিত হলো তা যেন আগামীদিনে মাঠের খেলায় প্রয়োগ করা যায়। দেশ ও দেশের বাইরে মুখ উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে। সবারই যেন লক্ষ্য থাকে দেশের গণ্ডি পেরিয়ে একদিন সাফ, এএফসি বা ফিফা রেফারির দায়িত্ব পালন করতে পারেন।

এ প্রশিক্ষণ কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাফুফে হেড অব রেফারি আজাদ রহমান, সুজিত কুমার ব্যানার্জী, তৈয়ব হাসান ও শামসুজ্জামান। কোর্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাফুফে হেড অব সিএমএস শহিদুল ইসলাম লিমন।

উল্লেখ্য আগামী ৮-১৩ মার্চ পর্যন্ত নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স ২০২১ (গ্রুপ ‘সি’) অনুষ্ঠিত হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent