বাফুফের ট্যালেন্টহান্টে বিকেএসপি

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ২০২১, সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২২ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৩, কোয়ালিফায়ার্সে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বয়সভিত্তিক দলগঠনে তোড়জোর শুরু করেছে।

এ লক্ষে গত ৩০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি জেলায় পর্যায় এবং ১৯ ফেব্রুয়ারি থেকে বিভাগীয় পর্যায়ে খেলোয়াড়বাছাই অনুষ্ঠিত হয়। চূড়ান্তপর্বের বাছাই কার্যক্রম ২৫ ফেব্রুয়ারি থেকে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ৬ মার্চ ১২০ জন বিকেএসপির প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষে ৩টি স্থানে খেলোয়াড় অংশগ্রহণ করে যথাক্রমে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনা ও শহীদ মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়াম বগুড়া।

এ বাছাই কার্যক্রমে ঢাকায় উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস, খুলনায় উপস্থিত ছিলেন শেখ আশরাফ হোসেন ও মিস মিরোনা এবং বগুড়ায় উপস্থিত ছিলেন কে এম মাকসুদুল আলম বুলবুল ও মো. শহীদুজ্জামান কামাল।

উল্লেখ্য গত ২৩-২৫ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জেলা ও বিভাগ হতে চূড়ান্তপর্বের জন্য বাছাইকৃত খেলোয়াড়, আজ বিকেএসপির বাছাইকৃত খেলোয়াড় এবং বাফুফের এলিট খেলোয়াড়দের সমন্বয়ে চলতি মাসে চূড়ান্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বাছাইকৃত খেলোয়াড়দের হতে উত্তীর্ণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বাফুফের আবাসিক ক্যাম্প পরিচালিত হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent