মীরাজুলের হ্যাটট্রিকে জয় পেল কিংস্টার

মীরাজুল ইসলামের হ্যাটট্রিকের উপর ভর করে তৃতীয় বিভাগ ফুটবল লিগে শুক্রবার কিংস্টার স্পোর্টিং ক্লাব জয় পেয়েছে। তারা ৪-২ গোলে আসাদুজ্জামান ফুটবল একাডেমিকে পরাজিত করে।

এদিকে লালবাগ স্পোর্টিং ক্লাব ও ফকিরেরপুল সূর্য তরুণ সংঘ একে অপরের সাথে ২-২ গোলে ড্র করেছে।

অপরদিকে বিক্রমপুর কিংস ও কল্লোল সংঘ পরস্পরের সাথে গোলশূন্য ড্র করেছে।

কিংস্টার স্পোর্টিং ক্লাব ৪:২ আসাদুজ্জামান ফুটবল একাডেমি

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কিংস্টার স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে আসাদুজ্জামান ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের মীরাজুল ইসলাম ২৬, ২৭ ও ৭৯ মিনিটে গোলে করে হ্যাটট্রিক করেন। অপর গোলটি করেন ৪৫ মিনিটে মো. ফয়সাল মিয়া।

এদিকে আসাদুজ্জামান ফুটবল একাডেমি দুই গোলের লিড নিয়েও জিততে পারেনি। খালিদ হাসান মিলন মাঠে বল গড়ানোর মাত্র ১ মিনিটে এবং মো. স্বপন হোসেন ৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। কিন্তু উল্টো চার গোল হজম করে তারা মাঠ ছাড়ে।

লালবাগ স্পোর্টিং ক্লাব ২:২ ফকিরেরপুল সূর্য তরুণ সংঘ

লালবাগ স্পোর্টিং ক্লাব ও ফকিরেরপুল সূর্য তরুণ সংঘের মধ্যেকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দিনের দ্বিতীয় ম্যাচটিও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

৩ মিনিটে মো. ফরহাদের গোলে ফকিরেরপুল সূর্য তরুণ সংঘ লিড নিয়ে বিরতিতে যায়। এর পর দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে শিপন চন্দ্রের গোলে তারা ২-০ গোলে এগিয়ে যায়।

কিন্তু ম্যাচের অবশিষ্ট সময়ের মাত্র সাত মিনিটের মধ্যেই নাটকীয়ভাবে সমতায় ফেরে লালবাগ স্পোর্টিং ক্লাব। দলের হয়ে মো. শ্যামল হোসেন ৮৩ মিনিটে এবং মো. রাজু হোসেন ৮৯ মিনিটে গোল করেন।

বিক্রমপুর কিংস ০:০ কল্লোল সংঘ

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিক্রমপুর কিংস ও কল্লোল সংঘ পরস্পরের সাথে গোলশূন্য ড্র করেছে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent