ডোপিং নিষেধাজ্ঞায় মালির দুই ফুটবলার

অসুস্থতার জন্য ঔষধ গ্রহণ করে ঝামেলায় পড়লেন মালির দুই ফুটবলার মোহাম্মদ কামারা ও সেকু কইতা। ডোপিং অপরাধে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তিন মাসের জন্য। আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় তারা ওই ঔষধ গ্রহণ করেছিলেন বলে জানিয়েছে তাদের অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষায় তাদের দেহে উয়েফার তালিকায় নিষিদ্ধ ঘোষিত শক্তিবর্ধক উপদান পাওয়া গেছে। গত ২২ নভেম্বর তাদেরকে পরীক্ষা করানো হয়েছে।
এক বিবৃতিতে ১৪ বারের অস্ট্রিয়ান চ্যাম্পিয়নরা জানায়, ‘মোহাম্মদ কামারা ও সেকু কইতাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অচিরেই তা কার্যকর হবে। নিষিদ্ধকালে তারা কোন ধরনের ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবেন না।’

রায়ে বলা হয়, এখানে উয়েফার ডোপিং আইনের কোন রকম ইচ্ছাকৃত লংঘন ঘটেনি। তবে নিষিদ্ধ ঘোষিত কোন উপাদান শরীরে প্রবেশের জন্য প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগত ভাবে দায়ী। যেটি মালির হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে কামারা ও কইতার ক্ষেত্রে ঘটেছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent