ফুটবলারদের উজ্জীবিত করছেন সালাউদ্দিন


বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের উজ্জীবিত করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বিভিন্ন ক্লাবের যারা সর্বশেষ জাতীয় দলের ক্যাম্পে ছিলেন তাদের পর্যায়ক্রমে ডাকছেন বাফুফে সভাপতি।

মাঠে এসে নিয়মিত লিগের খেলা না দেখলেও টিভিতে দেখেন এবং খোঁজ-খবর রাখছেন বাফুফে সভাপতি। দুই তিনজন করে বাফুফে ভবনে চায়ের দাওয়াত দিয়ে ফুটবলারদের উদ্ভুদ্ধ করছেন তিনি। যারা ভালো খেলছেন তাদের উৎসাহ দিচ্ছেন এবং কেউ পারফরম্যান্স খারাপ করলে তাকে সাহস দিচ্ছেন।

ইতিমধ্যে তিনি সাইফ স্পোর্টিং ক্লাবের দুই ফুটবলার রহমত মিয়া ও ফয়সাল আহমেদ ফাহিমকে ডেকেছিলেন। তিনি তাদের গাইডলাইন দিয়েছেন এবং জাতীয় দলে ভালো খেলতে উদ্বুদ্ধ করেছেন।

শেখ জামালের বিপক্ষে তরুণ ফয়সাল আহমেদ ফাহিমের গোলটি দেখেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ওই গোলটির প্রশংসা করে বাফুফে সভাপতি ফাহিমকে আরো ভালো গোল করতে উদ্বুদ্ধ করেছেন।

বাফুফে সভাপতি আগামী সপ্তাহে ডাকবেন আবাহনী ও বসুন্ধরা কিংসের চার ফুটবলারকে। তবে একসঙ্গে নয়, দুই ক্লাবের দুইজন করে আলাদা আলাদা ডাকবেন বলে জানা গেছে।

বাফুফে থেকে ইতিমধ্যে ওই দুই ক্লাবের চার ফুটবলার নির্ধারণ করা হয়েছে। বসুন্ধরা কিংসের তপু বর্মন ও বিপলু আহমেদ এবং আবাহনীর টুটুল হোসেন বাদশা ও সাদ উদ্দিনে বাফুফে সভাপতি ডাকবেন উৎসাহ দিতে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent