এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

কঠিন এক লড়াইয়ের পর ওয়েস্ট হ্যামকে কোন মতে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের পর ইউনাইটেড বস ওলে গানার সুলশার দলকে আরো বেশি সর্তক হবার পরামর্শ দিয়েছেন।

ওল্ড ট্রাফোর্ডে প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় সুলশার শিষ্যরা তাদের স্বাভাকির পারফরম্যান্সের তুলনায় কাল অনেকটাই ম্লান ছিলেন। অতিরিক্ত সময়ে স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে বাড়ি ফিরেছে স্বাগতিকরা। এনিয়ে এফএ কাপের টানা সাত মৌসুমে শেষ আটে প্রবেশ করলো ইউনাইটেড।

২০১৬ সালে সর্বশেষ এফএ কাপের শিরোপা জয় করেছিল রেড ডেভিলসরা। তিন ম্যাচে ম্যাকটোমিনের তৃতীয় গোলে ১৩বারের মত শিরোপা জয়ের স্বপ্নে এখন বিভোর হয়ে উঠেছে ইউনাইটেড।

অতিমাত্রায় রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে পেরে ওঠাই মুশকিল হয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে ম্যাকটোমিনে ও ব্রুনো ফার্নান্দেস নামার আগ পর্যন্ত ইউনাইটেডকে খুঁজেই পাওয়া যায়নি।

ম্যাচ শেষে স্বস্তিতে থাকা সুলশার বলেছেন, ‘যখন কোন দল ১-০ গোলে এগিয়ে থাকবে বিষয়টি মোটেই স্বস্তিদায়ক নয়। এই মুহূর্তে যে কোন কিছুই ঘটতে পারে। আগের ম্যাচে আমরা এর প্রমাণ ভালভাবেই পেয়েছি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent