ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস

ইন্টার মিলানকে বিদায় করে ইতালিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। গতরাতে তুরিনে সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মিলানের সাথে গোল শূন্য ড্র করায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ইতালিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস।

আলিয়াঁজ স্টেডিয়ামে ইন্টারকে রুখে দিতে জুভেন্টাসের সাজানো পারফরম্যান্সই যথেষ্ট ছিল। জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইজি বুফনকে ইন্টার ফরোয়ার্ডরা খুব কমই পরীক্ষায় ফেলতে পেরেছে। যদিও রোমেলু লুকাকু ও আচরাফ হাকিমির দলে ফেরাও ইন্টারকে কোন সুখবর দিতে পারেনি। বিপরীতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দু’বার হতাশ করেছেন ইন্টারের স্লোভেনিয়ান গোলরক্ষক সামির হানডানোভিচ।

কাল ম্যাচ শেষে কোচ আন্দ্রে পিরলো বলেছেন, ‘একজন কোচ হিসেবে এটা সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতি। আমরা সত্যিই দারুণ আনন্দিত। কিন্তু এখনো আমরা কিছুই করতে পারিনি। আজ আমরা দারুণ খেলেছি। তারা কার্যত কোন শটই আমাদের পোস্টে নিতে পারেনি। আজ মাঠে সেরা খেলোয়াড় ছিলেন হানডানোভিচ।’

জুভেন্টাসে সাম্প্রতিক সময়ে বেশ বাজে অভিজ্ঞতা নিয়েই কাল মাঠে নেমেছিল ইন্টার। ২০১২ সালের নভেম্বরের পর থেকে এই মাঠে তাদের কোন জয় নেই। সে বছর ৩-১ গোলের জয়ের মাধ্যমে জুভেন্টাসের টানা ৪৯ ম্যাচ জয়ের রেকর্ড ভঙ্গ করেছিল ইন্টার। কিন্তু কাল লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে কোন ধরনের প্রতিরোধই গড়তে পারেনি ইন্টার।

নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে দলের বাইরে থাকা লুকাকু ও হাকিমি কাল ফিরলেও ছন্দহীন পারফরম্যান্স তাদের দ্বারা কোন উপকৃত হয়নি সফরকারীরা। প্রথম লেগে অ্যাওয়ে গোলের সুবাদে জুভ জানতো এই ম্যাচে ১-০ গোলে পরাজিত হলেও তারাই ফাইনালে উঠবে।

৬৪ মিনিটে ওয়েস্টন ম্যাককিনির সহায়তায় রোনাল্ডো গোলের সুযোগ নষ্ট করেন। রোনাল্ডোর এই প্রচেষ্টা অবশ্য ব্যর্থ করে দেন গত সপ্তাহে ৩৬ বছর পূর্ণ করা ইন্টার গোলরক্ষক হানডানোভিচ। লাইনের উপর থেকে দুর্দান্ত এক সেভে তিনি রোনাল্ডোকে গোলবঞ্চিত করেন।

পাঁচ মিনিট পর আবারো হানডানোভিচের কারণে জুভেন্টাসকে এগিয়ে দিতে পারেননি রোনাল্ডো। এরপর অবশ্য বুফনের কারণে ইন্টারের এগিয়ে যাওয়া হয়নি। ম্যাচের শেষের দিকে বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইন্টারের বিদায় তরান্বিত করেছেন বুফন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent