দুই গোলে এগিয়ে থেকেও জয় পেল না ম্যানইউ

দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এভারটনের সাথে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর হতাশাজনক এ ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠার সুযোগও হাতছাড়া হয়েছে।

ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটিতে জিততে পারলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সাথে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে উঠার সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে।

কিন্তু ডোমিনিক কালভার্ট-লুইনের ৯৫ মিনিটের গোলে এভারটন সমতা ফেরালে স্বপ্নভঙ্গ হয় ওলে গানার সুলশারের শিষ্যদের। সপ্তাহের মাঝামাঝিতে সাউদাম্পটনকে ৯-০ গোলে বিধ্বস্ত করার রেকর্ড ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল ইউনাইটেড।

এডিনসন কাভানির হেড ও ব্রুনো ফার্নান্দেসের উপর ভর করে বিরতির আগে ২-০ গোলের লিড পায় স্বাগতিকরা। কিন্তু রক্ষণভাগের সমস্যার সুযোগে কার্লো আনচেলত্তির দল বিরতির পরপরই ইউনাইটেডের উপর চেপে বসে। আর এতেই আট বছরের মধ্যে প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের স্বপ্নে কিছুটা হলেও বাঁধার সম্মুখীন হল ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের শুরুতে সাত মিনিটের মধ্যে আবদুলায়ে ডুকুরে ও হামেস রড্রিগেজের দুই গোলে এভারটন সমতায় ফিরে। ম্যাচ শেষের ২০ মিনিট আগে স্কট ম্যাকটোমিনের গোলে আবারো এগিয়ে যায় রেড ডেভিলসরা। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ইনজুরি টাইমে কালভার্ট-লুইনের দুর্দান্ত এক ফ্রি-কিকে এভারটন যোগ্যতর দল হিসেবেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent