প্রিমিয়ার লিগের টঙ্গী ভেন্যুর অভিষেক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে গাজীপুর জেলার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম। লিগের নতুন ভেন্যুটি হোম হিসেবে নিয়েছে উত্তর বারিধরা ক্লাব।

আজ বুধবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিমিয়ার লিগের এ নতুন ভেন্যুর উদ্বোধন করেন।

লিগের নতুন ভেন্যুর অভিষেক ম্যাচে গোলের ছড়াছড়ি হলেও কোন দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। উত্তর বারিধারা ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। প্রথমার্ধ গোল শূন্য ছিল।

প্রথমার্ধ গোল শূন্য থাকার পর ৬১ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন শফিকুল। ১৩ মিনিট পর বারিধারাকে ম্যাচে ফেরান সুমন রেজা। ৮৫ মিনিটে ব্রাদার্সকে ফের এগিয়ে নেন উজবেকিস্তানের জন ফুরকাত। ঠিক এর দুই মিনিট পরই বারিধারার উজবেক মিডফিল্ডার ইভগেনি কোচনেভ গোল করে দলকে আবার ম্যাচে ফিরিয়ে আনেন। ৮৮ মিনিটে আবারো নাইজেরিয়ান স্যামসন ইলিয়াসুর গোলে ব্রাদার্স এগিয়ে যায়। তবে ইনজুরি সময়ে তৃতীয় মিনিটে গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছেন বারিধারার জুয়েল।

তিন ম্যাচ শেষে উত্তর বারিধারা ক্লাবের পয়েন্ট ১, এক ম্যাচ বেশি খেলা ব্রাদার্সের পয়েন্টও ১।

উল্লেখ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ বছর চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যুগুলো হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ও গাজীপুর জেলার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent