প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে আরেকটি স্টেডিয়ামের অভিষেক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। লিগের নতুন ভেন্যুটি হোম হিসেবে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

মুন্সিগঞ্জ শহরে অবস্থিত এ স্টেডিয়ামের তিন দিকে আছে একতলা গ্যালারি। দর্শক ধারণক্ষমতা ৮ থেকে ১০ হাজারের মতো। তবে মাঠ মোটামুটি। নতুন এই ভেন্যুও উদ্বোধন করেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করীমসহ স্থানীয় ফুটবল সংগঠকরা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের কারণে এবার দুরের ভেন্যুগুলো বাদ দিয়ে রাজধানীর নিকটে নতুন দুটি স্টেডিয়ামকে প্রিমিয়ার লিগের জন্য নির্বাচন করা হয়েছে। অন্যটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামকে। যে স্টেডিয়ামটি হোম ভেন্যু হিসেবে নিয়েছে উত্তর বারিধারা ক্লাব।

গতবারের ভেন্যুগুলোর মধ্যে এবার আছে বঙ্গবন্ধু জাতীয স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। কুমিল্লা স্টেডিয়াম এবার হোমভেন্যু মোহামেডান ও বসুন্ধরা কিংসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘাঁটি বেধেছে বাকি ৯ ক্লাব।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent