মাঠে গড়াল প্রিমিয়ার লিগ

অবশেষে নির্ধারিত তারিখেই মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। চলতি মৌসুমে দেশসেরা ১৩টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, লে. শেখ জামাল ধানমন্ডিং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, উত্তর বারিধারা ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

আজ বুধবার উদ্বোধনী ম্যাচে কিংস ২-০ গোলে বারিধারাকে পরাজিত করে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটার এ ম্যাচটি দশ মিনিট বিলম্বে শুরু হয়। কুমিল্লায় কিংস ও টঙ্গীতে বারিধারার হোমভেন্যু থাকলেও উভয়েই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোকাবিলা করে।

যদিও বাফুফে এ লিগের জন্য ৪টি ভেন্যু চূড়ান্ত করেছে। ভেন্যুগুলো হচ্ছে- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম, গাজীপুর টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম। তবে লিগের প্রথম দুই রাউন্ড বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

এবার জেনে নেয়া যাক কোথায় কোন দলের হোমভেন্যু

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম : প্রিমিয়ার লিগের ১৩টি দলের মধ্যে ৭টি দলই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে হোমভেন্যু হিসেবে বেছে নিয়েছে। দলগুলো হচ্ছে- ঢাকা আবাহনী লিমিটেড, লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এ দুটি দল কুমিল্লাকে তাদের হোমভেন্যু হিসেবে নিয়েছে।

গাজীপুর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম : লিগের এ নতুন ভেন্যুকে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা ক্লাব তাদের হোমভেন্যু করেছে।

মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম : এ নতুন ভেন্যুকে হোমভেন্যু করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

 

Rent for add