করোনায় আক্রান্ত মার্কিন নারী ফুটবলের অধিনায়ক মর্গান

করোনা আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের হয়ে দুইবারের বিশ্বকাপ শিরোপা জয়ী তারকা ফুটবলার অ্যালেক্স মর্গান। বুধবার নিজেই টুইট করে জানিয়েছেন তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

টুইট বার্তায় ৩১ বছর বয়সী মর্গান বলেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি ও আমার পরিবার করোনায় আক্রান্ত হয়েছি।

আমরা মানসিক ভাবে ভাল অবস্থায় আছি এবং আইসোলেশনে যাবার পর ভাল ভাবেই সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি। মাঠে ফেরার জন্য আমি অবশ্যই যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা মেনে চলব। পুরোপুরি সুস্থ হয়েই আমি মাঠে ফিরতে চাই। আশা করি অচিরেই আমি মাঠে সতীর্থদের কাছে ফিরতে পারব।’

লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির সাবেক মিডফিল্ডার সার্ভান্দো ক্যারাসকোর সঙ্গে বিয়ে হয়েছে মর্গানের। চার্লি নামে সাত মাস বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে এ জুটির।

এ পরিবারটি লন্ডন থেকে ক্যালিফোর্নিয়ায় ফিরেছে। সেখানে টটেনহ্যামের হয়ে নারী সুপার লিগের সাতটি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২০২১ সালে যক্তরাষ্ট্রের ফেরার ইচ্ছার কথা ঘোষণা করেছেন তিনি।

মর্গান জানুয়ারির শেষ দিকে মার্কিন নারী দলের অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent