ফুটবলের যেসব কর্মসূচি থাকছে নতুন বছরে

বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন আগামী দুই বছরের জন্য অর্থাৎ ২০২০-২১ এবং ২০২১-২২ ফুটবল মৌসুমের সূচি ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে এ সূচি ঘোষণা করে সারা বছর ফুটবল মাঠে রাখার আশাবাদ ব্যক্ত করেন।

টানা চতুর্থবার বাফুফের সভাপতি নির্বাচিত হওয়া কাজী মো. সালাহউদ্দিন দুই মৌসুমের সূচি ঘোষণার পর তিনি জানান, বিদায়ী বছরে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অনেক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই আগামী বছর ঘরোয়া ফুটবলে ব্যস্ত সময় কাটবে।

শুধু তাই নয়, অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে ফুটবল কর্মকান্ডকে আরো সুন্দর ও শৃঙ্খলার সাথে এগিয়ে নিতেও প্রত্যয় ব্যক্ত করেন কাজী মো. সালাহউদ্দিন। এসময় সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকসহ বেশ কয়েকজন কার্যনির্বাহী সদস্যদের দুই পাশে বসিয়ে আগামী দুই বছরের যাবতীয় পরিকল্পনা কথা তুলে ধরেন বাফুফে বস।

গত ৩ অক্টোবর নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি দায়িত্ব নিয়ে ১ নভেম্বর থেকে প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল কার্যক্রম শুরু করার মধ্যে দিয়ে নয়া কমিটির কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হয়েছে। ১০ জানুয়ারি টুর্নামেন্ট শেষ হওয়ার পর ৩ দিন বিরতি দিয়ে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ।

অর্থাৎ প্রিমিয়ার লিগ দিয়েই নয়া বছর শুরু হতে যাচ্ছে। বছরজুড়ে থাকছে ঘরোয়া ফুটবলের নানা আয়োজন। চ্যাম্পিয়নশিপ লিগ, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে বাফুফে অনূর্ধ্ব-১৮ যুব টুর্নামেন্ট, জাতীয় দলের ক্যাম্প, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এএফসি কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ, সাফ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ, শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ, এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ, পাইওনিয়ার লিগ, তৃতীয় বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ লিগ ও প্রথম বিভাগ লিগ ছাড়াও জাতীয় ভিত্তিক খেলা আছে বেশ কয়েকটি।

শুধু তাই নয়, জাতীয়ভিত্তিক আয়োজনগুলোর মধ্যে থাকবে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা চ্যাম্পিয়নশিপ, জেলা ফুটবল লিগ, শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপ, শেখ রাসেল অনূর্ধ্ব-১০/১২ জাতীয় চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ গেমস, জাতীয় নারী চ্যাম্পিয়নশিপ, ইউনিসেফ অনূর্ধ্ব-১২ নারী চ্যাম্পিয়নশিপ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent