ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের জয় দিয়ে শুরু

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ওয়ালটন ফেডারেশন কাপে সহজ জয় পেয়েছে। উদ্বোধনী ম্যাচে তারা ৩-০ গোলে রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। খেলাটি মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এক তরফার এ লড়াইয়ে বসুন্ধরা কিংস হাফ ডজনে জয় পেলেও অবাক হবার কিছু ছিল না। বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করায় দলটি বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। রহমতগঞ্জের ভাগ্য ভাল শক্তিশালী প্রতিপক্ষের গোল মিসের মোহড়ায় কম গোল হজম করেছে।

তবে খেলা মাঠে গড়ানোর প্রথম মিনিটেই সম্ভাব্য সহজ সুযোগ মিস করে বসুন্ধরা কিংস। এর পর আরো দুটি সুযোগও কাজে লাগাতে পারেনি। ফলে দলটি ৪৩ মিনিটে প্রথম গোলের মুখ দেখে। ব্রাজিলিয়ান অস্কার করেন এ গোল। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অপর ব্রাজিলিয়ান ফার্নান্দেজ। ৬৪ মিনিটে মিশরের ডিফেন্ডার আলাআলদিন নাসের নিজেদের জালেই লক্ষ্যভেদ করে বসুন্ধরা কিংসকে আরও এক গোলে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় দিয়েই ফেডারেশন কাপের অভিযান শুরু করে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ৩:১৫ মিনিটে সাইফ স্পোর্টিং ও উত্তর বারিধারা এবং দ্বিতীয় ম্যাচে বিকেল ৫-৪৫ মিনিটে আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন একে অপরের মোকাবিলা করবে।

Rent for add