ব্লাটারের বিরুদ্ধে ফিফার মামলা

সাবেক সভাপতি সেপ ব্লাটারের বিপক্ষে জুরিখ যাদুঘর নির্মাণের সময় আর্থিক দূর্নীতির বিষয়ে মামলা করেছে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায় যে, ‘ফুটবল যাদুঘর বানানোর জন্য কোম্পানী নিয়োগে সন্দেহজনক আর্থিক অনিয়ম ও অপরাধমুলক অব্যবস্থাপনার অভিযোগে জুরিখের সেন্ট্রাল প্রসিকিউটরে এ অভিযোগ দায়ের করা হয়েছে।’

১৪০ মিলিয়ন ডলার ব্যয়ে জুরিখে নির্মিত ফিফা বিশ্ব ফুটবল যাদুঘরটি ২০১৬ সালে খুলে দেয়া হয়। ১৯৭০ এর দশকে নির্মিত অফিস ভবন পুননির্মাণ ও ভাড়ায় নেয়া ৩৪টি এপার্টমেন্টেও দূর্নীতি ধরা পড়েছে।

পঞ্চমবারের মতো ফিফার সভাপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার সময় ২০১৫ সালের মে মাসে খুলে দেয়ার কথা ছিল এসব ভবন। তবে মার্কিন ও সুইস তদন্তকারীদের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হলে বিলম্বিত হয় এসব কার্যক্রম।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent