বসুন্ধরাসহ চার ক্লাবের খেলোয়াড় নিবন্ধন সম্পান্ন

১ নভেম্বর থেকে নতুন মৌসুমের খেলোয়াড় নিবন্ধনের আনুষ্ঠানিকতা শুরু হলেও ক্লাবগুলোর খেলোয়াড় বদলের কার্যক্রম গেল ৪২দিনেও দেখা যায়নি। তবে ১৫ ডিসেম্বর দলবদলের শেষ তারিখ হওয়ায় ক্লাবগুলো তাদের খেলোয়াড় নিবন্ধন করে নিতে ব্যস্ত হয়ে উঠেছে।

দীর্ঘ সময় ধরে দলবদলে এ কার্যক্রমে অবশেষে ৪৩তম দিনে রোববার প্রথম দল হিসেবে খেলোয়াড় নিবন্ধন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আজ সোমবার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি ও উত্তর বারিধারা ক্লাব তাদের খেলোয়াড় নিবন্ধন করেছে।

এ নিয়ে চারটি দল তাদের নতুন মৌসুমের দলবদল কার্যক্রম শেষ করেছে। অবশিষ্ট ৯ ক্লাব আগামীকাল মঙ্গলবার শেষ দিনে তাদের খেলোয়াড় নিবন্ধন করবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অতীতের যে কোনো মৌসুমের চেয়ে এবারের দলবদলে উত্তাপ নেই বললেই চলে। কারণ করোনাভাইরাসে সর্বশেষ মৌসুম মাঝপথে পরিত্যক্ত হওয়ায় ফুটবলারদের পুরনো ক্লাবেই থাকতে হচ্ছে। তবে সমঝোতার মাধ্যমে ক্লাব বদলানোর সুযোগ আছে।

উল্লেখ্য স্থানীয় ফুটবলাররা পুরনো ক্লাবে খেলতে বাধ্য হলেও সে নিয়মের বাইরে বিদেশিরা। যে কারণে এবার বিদেশি কোটায় বেশ পরিবর্তন দেখা যাবে। বেশিরভাগ ক্লাবই তাদের বিদেশি খেলোয়াড় তালিকায় পরিবর্তন আনছে। নতুন মৌসুমে একজন এশিয়ানসহ ৪ বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে ক্লাবগুলো। চার বিদেশিই খেলতে পারবেন একসঙ্গে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent