ফেডারেশন কাপে একই গ্রুপে মোহামেডান-আবাহনী

আগামী ২২ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ ফুটবল। রোববার বাফুফে ভবনে হলো টুর্নামেন্টের গ্রপিং। দেশের দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও আবাহনী পড়েছে একই গ্রুপে। গ্রুপ ‘ডি’তে তাদের সঙ্গী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

১৩ দলের এই টুর্নামেন্টে তিন গ্রুপে তিনটি করে দল, একটি গ্রুপে দল চারটি। সর্বশেষ লিগ টেবিলের ভিত্তিতে দলগুলোকে রাখা হয় চারটি পটে। সেখান থেকে লটারির মাধ্যমে ফেলা হয়েছে তিন গ্রুপে।

গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি পড়েছে ‘সি’ গ্রুপে। সঙ্গে চট্টগ্রাম আবাহনী। ‘এ’ গ্রুপে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ‘বি’ গ্রুপের তিন দল সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব।

কারা কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: শেখ রাসেল, শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ
গ্রুপ ‘বি’: সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা
গ্রুপ ‘সি’: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ
গ্রুপ ‘ডি’: ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা কেসি ও ঢাকা মোহামেডান

Rent for add