দরজায় কড়া নাড়ছে ফেডারেশন কাপ

ফেডারেশন কাপ দিয়ে আগামী ২২ ডিসেম্বর থেকে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে। নয়া মৌসুমের প্রথম এ টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের অংশ নেয়ার কথা রয়েছে। এ টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে বেশিরভাগ ক্লাবই প্রস্তুতি শুরু করেছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডানের পাশাপাশি শেখ জামাল, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকতে নিজেদের প্রস্তুত করছে। সর্বশেষ আসরের রানার্সআপ রহমতগঞ্জকেও হিসেবে রাখছেন অনেকে। তবে সব হিসেব বদলে দেবে মাঠের পারফরম্যান্স। যারা ভালো খেলতে পারবে তাদের ঘরেই মৌসুমের প্রথম ট্রফি যাবে।

গত মৌসুমে ফেডারেশন কাপ সফলভাবে শেষ হলেও লিগ শুরুর পর প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রথমে স্থগিত ও পরে বাতিল করা হয়।

সর্বশেষ ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। আবাহনী গত ফেডারেশন কাপের সেমিফাইনালেই উঠতে পারেনি। রহমতগঞ্জের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। মোহামেডানও সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। কিন্তু আবাহনীর মতো তারাও শিকার হয় রহমতগঞ্জের।

ফেডারেশন কাপকে সাধারণত লিগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবেই ধরা হয়। নতুন দল গঠনের পর কার কেমন শক্তি, কোথায় দুর্বলতা এসব পরখ করা হয় ফেডারেশন কাপে। তবে এবারের প্রেক্ষাপট আলাদা। করোনা মহামারির কারণে গত মৌসুম মাঝপথে পরিত্যক্ত হওয়ায় এবার ফুটবলাররা পুরোনো ক্লাবেই খেলবেন। ক্লাব-ফুটবলার সমঝোতায় দল-বদলের একটা নিয়ম থাকলেও সেটা খুব একটা দেখা যায়নি।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent