সাবিনার ৮ হ্যাটট্রিক এবং ৩৫ গোল

নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের হয়ে ৮ হ্যাটট্রিক আর ৩৫ গোলে অনন্য এক উচ্চতায় এখন গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন। লিগ শেষ হওয়ার পর এখন তার মোট গোল ২৬৬।

সাতক্ষীরার মেয়ে সাবিনা ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের নতুন রেকর্ড আগেই করেছিলেন। দেশের কোনো ফুটবলার (পুরুষ-নারী) এর আগে ঘরোয়া আসরে ২০০ গোলই করতে পারেননি। সেখানে সাবিনার নামে পাশে এখন ২৬৬ গোল।

শুধু ঘরোয়া ফুটবলেই নয়, সাবিনা ভারত ও মালদ্বীপের ঘরোয়া ফুটবলেও গোল উৎসব করেছেন।

উল্লেখ্য নারী ফুটবল লিগে সাবিনা ১২ ম্যাচে ৮ হ্যাটট্রিক আর ৩৫ গোলই শুধু করেননি। একই সঙ্গে নিজ দল বসুন্ধরা কিংসকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকাও পালন করেছেন।

এক নজরে লিগে সাবিনার গোল
বেগম আনোয়ারা – ৩ গোল
স্পার্টান সিলেট – ৩ গোল
নাসরিন এসসি – ৩ গোল
কুমিল্লা ইউনাইটেড – ২ গোল
জামালপুর কাঁচারিপাড়া – ৪ গোল
এফসি উত্তরবঙ্গ – ২ গোল
বেগম আনোয়ারা – ১ গোল
স্পার্টান সিলেট – ৩ গোল
নাসরিন এসসি – ০ গোল
কুমিল্লা ইউনাইটেড – ৪ গোল
জামালপুর কাঁচারিপাড়া – ৫ গোল
এফসি উত্তরবঙ্গ – ৫ গোল

Rent for add

সর্বশেষ নিউজ

for rent